Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পানির গুনগতমান পরীক্ষা
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

উপজেলা/ আঞ্চলিক পরীক্ষাগার

সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল)/সিনিয়র কেমিস্ট

উপজেলা/ আঞ্চলিক পরীক্ষাগার

 

১৭-২৩ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

পানির গুনগতমান পরীক্ষার জন্য সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) বরাবর আবেদন করতে হয়। আবেদন  প্রাপ্তির পর উপ-সহকারী প্রকৌশলী/ নমুনা সংগ্রহকারী সংশ্লিষ্ট পাঠাগার/নলকূপ মেকানিক কর্তৃক সরেজমিন পরিদর্শনপূর্বক নমুনা সংগ্রহ করে আঞ্চলিক পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হয়। সেখানে নমুনা পরীক্ষা করে উপজেলাতে রিপোর্ট পাঠিয়ে দেয়া হয়। উক্ত রিপোর্টটি আবেদনকারীকে প্রদান করা হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

পরিস্কার পাত্রে পানির নমুনা নিয়ে আসতে হবে, আবেদনপত্রসহ প্রয়োজনীয় ফি প্রদান সাপেক্ষে সকল নাগরিক সেবা প্রাপ্তির যোগ্য

প্রয়োজনীয় কাগজপত্র

১) আবেদন পত্র 

২) টাকা জমাদানের রশিদ

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

৫০/- -১৫০০/- (কী পরীক্ষা করা হবে তার উপর নির্ভরশীল)

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

1। জাতীয়আর্সেনিকনিরসননীতিমালাওবাস্তবায়নপরিকল্পনা(NAMIP-2004)

2। Water Quality Standard for Bangladesh.

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

ক)নাগরিক পর্যায়

জনগনের মাঝে সচেতনতার অভাব

খ)সরকারি পর্যায়

সকল জেলায় পানি পরীক্ষাগার  না থাকা

বিবিধ/অন্যান্য