Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
স্যানিটেশন সামগ্রী (রিং-স্ল্যাব) বিক্রয়
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

সহকারী প্রকৌশলী/ উপ-সহকারী প্রকৌশলী

উপজেলা কার্যালয়

আনুমানিক ১-২ ঘণ্টা

 

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে গিয়ে সরকার নির্ধারিত মূল্য পরিশোধপুর্বক যে কেউ স্যানিটেশন সামগ্রী (রিং-স্ল্যাব) মওজুদ থাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন।

সেবা প্রাপ্তির  শর্তাবলি

প্রযোজ্য নয়

প্রয়োজনীয় কাগজপত্র

-

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

 

রিং- ১25/- টাকা প্রতিটি

স্ল্যাব- ২০০/- টাকা প্রতিটি

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

উপজেলা সহকারী প্রকৌশলী

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

রিং স্ল্যাব বিক্রয় সংক্রান্ত অধিদপ্তরের আদেশপত্র

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

ক) নাগরিক পর্যায়

১. অর্থাভাব

২. সচেতনতার অভাব

খ)সরকারি পর্যায়

সীমিত বরাদ্দ

বিবিধ/অন্যান্য